আজ আমরা টয়লেট পেপারের খালি অকেজো রোল দিয়ে তৈরি করব অতি সহজ কিন্তু সুন্দর একটি ফ্লাওয়ার। ফ্লাওয়ারটি বাড়ি সাজানো বা শিশুদের খেলনা হিসেবে ব্যবহার করতে পারেন।
যা লাগবেঃ
১। ৪টি খালি টয়লেট পেপার রোল
২। স্টেপ্লার
৩। আইকা
৪। রং
৫। স্ট্র
৬। শোলার দানা
একটি পেপার রোলকে মাঝখানে ভাঁজ করে তার দুটি খোলা প্রান্তের দুটি অংশ স্টেপল করে নিন। একইভাবে আরও দুটি রোলকে ভাঁজ করে স্টেপল করুন। এবার রোল তিনটিকে পরষ্পরের সাথে আইকা/স্টেপ্লারের সাহায্যে যুক্ত করুন।
এবার রোলগুলিকে রং করুন ইচ্ছেমত। ফুল তৈরি শেষ, তবে ফুলের মাঝে একটি শোলার বল দিতে পারেন, দেখতে ফুলের রেণুর মতো দেখাবে। পাতা তৈরির জন্য আরেকটি পেপার রোলকে মাঝ বরাবার ভাঁজ করুন এবং এতে সবুজ রং প্রয়োগ করুন। তারপর ফুলের পেছন দিকে আইকা বা পিনের সাহায্যে একটি স্ট্র যুক্ত করুন ছবির ন্যায়।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবি এবং সূত্র: ক্রোকোটেক.কম