টিস্যু পেপারের ফুল - Shajgoj

টিস্যু পেপারের ফুল

flower fi

ঘরের সৌন্দর্য বর্ধনে আমরা কত কিছু করে থাকি। তবে আজ আমি আমাদের ঘরে থাকা সহজলভ্য উপাদান টিস্যু পেপার দিয়ে সহজে ফুল বানানো শিখাবো। অনেকের কাছে এটি হয়ত নতুন কোনও বিষয় নয়। তাই আপনাদের জন্য বাড়তি চমক হিসেবে গলফ বল দিয়ে এই ফুলগুলো তৈরি করার চেষ্টা করবো ।

[picture]

Sale • Body Mist/Spray, Color Protection, Lotions & Creams

    প্রয়োজনীয় উপকরণঃ

    • যেকোনো রঙের ৫টি চারকোণা আকারের টিস্যু পেপার
    • একটি গলফ বল
    • কিছু প্লাস্টিক স্ট্যামেন্স
    • ক্রাফটিং তার
    • ফ্লোরাল টেপ

    পদ্ধতিঃ

    প্রথমে টিস্যু পেপারের ঠিক মাঝখানে বলটি রাখুন। তারপর বলটির ডান এবং বাম পাশের ২ কোণা থেকে মুড়িয়ে দিন। এমন ভাবে মুড়াবেন যেন বলটির অর্ধেক অংশ বাইরে বের হয়ে থাকে। ঠিক যেন ছবির মত হয়।

    flower1

    এরপর আস্তে করে বলটি বের করে নিন। উপরের নিয়ম অনুযায়ী গলফ বল দিয়ে আরও ৪টি পাপড়ি তৈরি করুন।

    Capture

    এবার প্রতিটা পাপড়ির ২টি মুড়ানো অংশের যেকোনো ১টি অংশ থেকে কিছুটা কেটে নিন এবং ৫টি পাপড়ি এক সঙ্গে জড়ো করুন। এই ৫ পাপড়ির মাঝে স্ট্যামেন্স ( stamens) স্থাপন করুন। স্ট্যামেন্স আমাদের কাছে সাধারণত ফুলের পরাগ হিসেবে পরিচিত। এটি ক্রাফটের দোকানেই পেয়ে যাবেন।

    flower2

    flower 3 1

    এখন এই ৬ টি উপাদান তার দিয়ে খুব শক্ত করে কয়েকটি প্যাঁচ দিয়ে পেঁচিয়ে নিন। এর উপর টেপ পেঁচিয়ে নিন কয়েক পরত যেন তার দেখা না যায়।

    flower 3

    এবার ফুলটি নিয়ে সাজিয়ে দিন সুন্দর কোন ফুলদানিতে। চাইলে এভাবে ফুল বানিয়ে ফুলের তোড়াও বানিয়ে নিতে পারেন।

    flower fi

    লিখেছেনঃ রোজেন

     ছবিঃ অ্যামেজিং ইন্টেরিওর ডিজাইন

     

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort