আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

10

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সংখ্যাটা বেশ ভালো অংকে দাঁড়াবে, তাই না? কিন্তু আইসক্রিমের স্টিক জমানোর শখ আছে কি? এটি কিন্তু মোটেও ফেলনা নয়, বরং দারুণ সব ক্রাফটের আইটেম ও হোম ডেকোর বানানো যায় এই স্টিক দিয়েই! যারা জানেন, তারা অবশ্যই সংগ্রহে রাখেন। আর এখন তো স্টেশনারি দোকানে বিভিন্ন কালারের স্টিক কিনতে পাওয়া যায়৷ তবে চলুন দেরি না করে আইসক্রিম স্টিক দিয়ে সহজে বানানো যায় এমন কিছু আইডিয়া জেনে নেই।

কীভাবে তৈরি করবেন?

মিনি এরোপ্লেন

যা যা লাগবে

  • ৩টি আইসক্রিম স্টিক
  • গ্লু, কাটার
  • ১টি ক্লথ ক্লিপ
  • এক্রেলিক কালার

কীভাবে বানাবেন?

১) প্রথমে আইসক্রিম স্টিকগুলো রঙ করে নিন পছন্দমতো। এবার এরোপ্লেনের পেছনের পাখা তৈরি করতে কাটার দিয়ে একটি স্টিক হাফ কেটে ফেলুন।

আইসক্রিম স্টিক দিয়েই খেলনা তৈরি

২) এখন ক্লিপের উপরে ও নিচে দু’টি কালারফুল আইসক্রিম স্টিক লাগিয়ে নিন গ্লু দিয়ে, ছবি দেখতে বুঝতে পারবেন যে কোন পজিশনে লাগাতে হবে স্টিক দু’টি।

৩) ক্লিপের পেছনের অংশে ছোট স্টিকটি লাগিয়ে দিন সাবধানে। ব্যস, মাত্র কয়েক মিনিটেই সুন্দর একটি খেলনা এরোপ্লেন তৈরি হয়ে গেলো।

DIY পেন স্ট্যান্ড বা হোল্ডার

যা যা লাগবে

  • আইসক্রিম বা পপ সাইকেল স্টিক
  • উড গ্লু বা গ্লু গান
  • আর্ট পেপার
  • স্টোন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ফিতা, এক্রেলিক কালার (সাজানোর জন্য)

বানানোর নিয়ম

আইসক্রিম স্টিক দিয়ে তৈরি পেন হোল্ডার

১) আপনি দু’ভাবে বানাতে পারেন, স্কয়ার শেইপে ও সিলিন্ডার বা বোতল শেইপে। স্কয়ার শেইপে বানানোর জন্য প্রথমে আর্ট পেপার বা শক্ত কাগজ চারকোণা শেইপে কেটে এমনভাবে বেইজ তৈরি করবেন যাতে চারপাশে স্টিক বসানোর সময় স্কয়ার তৈরি হয়, এক্সট্রা অংশ যেন না থাকে।

২) এখন কাগজের উপর উড গ্লু দিয়ে পাতলা রেখার মতো টানুন। এর উপর স্টিক বসানো শুরু করুন, স্টিক বসিয়ে নিচের বেইজ কমপ্লিট করুন প্রথমেই। গ্লু এর সাহায্যে স্টিক বসিয়ে চার সাইড শেষ করলে আপনার কাঙ্ক্ষিত স্কয়ার শেইপ তৈরি হবে।

৩) পরপর ৩/৪টি স্টিক গ্লু দিয়ে একসাথে করে নেওয়া যেতে পারে (ছবিতে দেখুন)। তারপর যতটুকু হাইট প্রয়োজন, সে অনুয়ায়ী স্টিক বসিয়ে পেন হোল্ডার রেডি করে নিন।

৪) স্টিকে উড গ্লু ব্যবহার করলে ভালোভাবে স্থায়ী হয়। শেষে চাইলে এক্রেলিক কালার দিয়ে পেইন্ট করে নিতে পারেন।

৫) বোতল শেইপের পেন হোল্ডার বানানোর জন্যও আগেরটির মতো শেইপ অনুযায়ী নিচে স্টিক দিয়ে বেইজ তৈরি করুন আর্ট পেপারের উপর৷

বোতল শেইপের পেন হোল্ডার

৬) এখন যেকোনো প্লাস্টিকের বোতলের মাঝে থেকে এমনভাবে কেটে নিন যেন তা পেন হোল্ডারের মতো শেইপে থাকে।

৭) তারপর বোতলের চারপাশে উড গ্লু দিয়ে স্টিক লাগিয়ে নিন এবং বেইজের উপর বসিয়ে ফেলুন। এক ঘন্টা রেখে গ্লু ভালোভাবে শুকিয়ে আসলে আপনার পছন্দমতো ডেকোরেশন করে নিন। স্টোন, প্লাস্টিকের ফ্লাওয়ার, রিবন যেকোনোটাই ইউজ করা যায়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলো পেন হোল্ডার।

আইসক্রিম স্টিক দিয়ে ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট

যা যা লাগবে

  • আইসক্রিম স্টিক
  • কাঁচি
  • শক্ত কাগজ
  • কালারফুল ফিতা
  • উড গ্লু বা গ্লু গান
  • রঙ্গিন কাগজ, কাপড়ের তৈরি ফুল-পাতা কিংবা প্লাস্টিকের ফুল
  • রং, তুলি, কালারফুল স্টোন, ট্যাসেল (সাজানোর জন্য)

বানানোর নিয়ম

১) প্রথমে বেইজের জন্য যেকোন শক্ত কাগজ বা আর্ট পেপারের লম্বা ও প্রশস্তে কম এমন করে কেটে নিন। যতটুকু হাইট পছন্দ সে অনুয়ায়ী কাগজ কাটবেন।

২) এখন কাগজের উপর গ্লু দিয়ে আইসক্রিম স্টিক একটির পর একটি বসিয়ে যায়। একই দৈর্ঘ্য বরাবর বা একটু সামনে পিছনে করেও বসাতে পারেন। দেখবেন স্টিকের লম্বা বেইজ তৈরি হয়েছে।

আইসক্রিম স্টিক দিয়ে ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট

৩) এখন এর উপর আপনার পছন্দমতো ড্রয়িং করে ফেলুন! কিংবা রঙিন কাগজের তৈরি ফুল-পাতা, স্টোন লাগিয়ে নিলেই ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট রেডি। প্লাস্টিকের ফুল-পাতা, সূতার ট্যাসেল এগুলো দিয়েও সাজাতে পারেন।

৪) চাইলে কাগজ কেটে কিংবা মার্কার পেন দিয়ে কোনো কিছু লিখেও নিতে পারেন এই হ্যাঙ্গিং ওয়াল ডেকোরে।

আইসক্রিম স্টিক দিয়ে Moana মিনি বোট

আইসক্রিম স্টিক দিয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার আইটেম বা টয় তৈরি করা যায় ইজিলি। Moana মুভির রাফ্ট বা সহজ বাংলায় ‘ভেলা’ কীভাবে তৈরি করবেন, চলুন দেখে নেই এখন।

যা যা লাগবে

  • আইসক্রিম স্টিক
  • গ্লু
  • জলরঙ
  • কালারফুল কাগজ, কালার পেন
  • গাছের ছোট ডাল
  • সুতা

কীভাবে বানাবেন?

১) এই ক্রাফট টয় বানানোর জন্য প্রথমে আইসক্রিম স্টিকগুলো ইয়োলো কালার করে নিন।

২) স্টিকগুলো পাশাপাশি সাজিয়ে (গ্লু দিয়ে জোড়া দেওয়া) বোটের বেইজ করে নিন। ছবির মতো একটির পর একটি স্টিক গ্লু দিয়ে স্তরে স্তরে সাজিয়ে বোট তৈরি করে ফেলুন।

মিনি বোট

৩) এবার একটি শুকনো ডাল নিন, কেটে সাইজ করে নিতে হবে। লাল, হলুদ বা নীল যেকোনো কালারের কাগজ দিয়ে বানানো পতাকা লাগিয়ে নিন তাতে Moana এর ডিজাইন আঁকুন। আর গ্লু দিয়ে অ্যাটাচড করে ফেলুন। সুতা দিয়ে মিনি বোটের পাল সেট করে নিন।

আইসক্রিম বা পপসাইকেল কিন্তু ফেলনা না, দেখলেন তো কত সহজেই আইসক্রিম স্টিক দিয়ে মজার ও কাজের জিনিস বানানো যায়। এমনকি জুয়েলারি বক্স, ফটোফ্রেম, ট্রায়াংগেল স্ট্যান্ড, মিনি হাউজ এগুলোও তৈরি করা যেতে পারে। বাচ্চাদের মানসিক বিকাশের জন্যও এই ক্রাফটিংয়ের বেশ কার্যকারিতা আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন।

ছবি- সাটারস্টক, ইউটিউব.কম, i.ytimg.com, mombrite.com, simplytodaylife.com

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort