প্রতিদিনকার প্রয়োজনীয় মেকআপ প্রোডাক্টের মধ্যে অবশ্যই থাকা চাই যে প্রোডাক্টগুলো, সেগুলোর মধ্যে আইলাইনার ঠিক তেমন একটি প্রোডাক্ট। আচ্ছা, টপ ফাইভ আইলাইনার কোনগুলো? আসলে একেকজন একেক ধরনের আইলাইনার পছন্দ করে থাকে। কেউ আবার আইলাইনারের অ্যাপ্লিকেটরের উপর নির্ভর করে আইলাইনার ব্যবহার করে। আজকে ড্রাগস্টোরের বিভিন্ন আইলাইনারের মধ্যে জনপ্রিয় ৫টি আইলাইনার নিয়ে কথা বলবেন আমাদের সবার প্রিয় একজন ব্লগার লামিয়া মোক্তার লিন্ডা। এখন তাহলে দেখে নেই ভিডিওটি!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম