অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, তা রোধ কিংবা যৌনবাহিত রোগ এই ব্যাপারগুলো নিয়ে আপনি কতটুকু জানেন? স্বামী-স্ত্রীর মধ্যকার একটি পবিত্র সুন্দর শারীরিক সম্পর্ক আল্লাহর অশেষ নিয়ামত। এমন একটি পবিত্র সুন্দর সম্পর্ক থেকেই ভবিষ্যৎ প্রজন্মের শুভাগমন ঘটে।
বাস্তবতা হল, শারীরিক সম্পর্কের মত এই নিয়ামত-টিকে যদি হেলায়ফেলায় রাখা হয়, তবে ফলাফল হতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কিংবা এস.টি.ডি. (যৌনবাহিত রোগ) রোগের সংক্রমণ।
আপনি জেনে অবাক হবেন যে এই ধরণের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কিংবা এস.টি.ডি. (যৌনবাহিত রোগ) রোগের সংক্রমণ থেকে ৯৯.৭% প্রটেকশন দেবে কনডম। আসলে এই ব্যাপারগুলো খুবই সংবেদনশীল এবং ব্যক্তিগত। আমাদের সমাজ ব্যবস্থায় অনেকেই এই ব্যাপারগুলো সম্পর্কে একটু নাজুক থাকেন এবং উন্মুক্তভাবে জ্ঞানলাভ বা আলাপ খুব একটা সহজভাবে করতে পারেন না।
আজকের ভিডিও-টিতে এই ব্যাপারটা নিয়েই একটু বিস্তারিতভাবে আপনাদের জানানোর জন্য আমরা চেষ্টা করবো। চলুন তবে জেনে নেই।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম