হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ফেব্রিকের কমফোর্টেবল ব্রা খুঁজছেন?

হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ফেব্রিকের কমফোর্টেবল ব্রা খুঁজছেন?

5

বডি শেইপ ও বয়স অনুযায়ী ইনার ওয়্যারে যে ভ্যারিয়েশন আসে, সেটা আমরা অনেকেই জানি না! টিনেজে ডেভেলপিং ব্রেস্ট এর জন্য এক ধরনের ব্রা, বয়স্ক নারীদের জন্য এক ধরনের ব্রা, নতুন মায়েদের জন্য আরেক ধরনের ব্রা। শারীরিক গঠন বা ব্রেস্ট শেইপ অনুযায়ী ইনার ওয়্যার সিলেকশন খুবই জরুরি! মধ্যবয়সী বা বয়স্ক নারীদের জন্য স্যুইটেবল লঞ্জেরির রিভিউ জানাবো আজকের ফিচারে। হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ফেব্রিকের কমফোর্টেবল ব্রা যারা খুঁজছেন, তাদের জন্য রিভিউটি হেল্পফুল হবে আশা করি।

হেভি ব্রেস্ট এর জন্য কেমন ব্রা বেছে নিতে হবে?

ব্রেস্টকে প্রোপারলি সাপোর্ট দেয়, এনাফ কভারেজ পাওয়া যায় এবং প্রশস্ত ব্যান্ড থাকে, এমন ব্রা আপনাকে চুজ করতে হবে। বয়সের সাথে সাথে শারীরিক গঠনেও বেশ পরিবর্তন আসে। বাল্কি ফিগার বা কার্ভি বডির জন্য পারফেক্ট ব্রা সিলেক্ট করাটা একটু ডিফিকাল্ট মনে হয়। চিন্তা নেই, আজ এমনই একটি ব্রা সম্পর্কে জানাবো।

মধ্যবয়সী ও বয়স্ক নারীদের জন্য স্যুইটেবল ব্রা

হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ব্রা

আমাদের বাসায় মা, দাদি বা বয়স্ক নারী সদস্য যারা আছেন, তাদের কমফোর্টের বিষয় নিয়ে আমরা কখনো ভেবেছি কি? আরামের বিষয়টিকেই এই বয়সে বেশি প্রাধান্য দিতে হবে। এই বয়সে হেভি ব্রেস্ট বা স্যাগি ব্রেস্ট এর জন্য কোন ধরনের ব্রা বেছে নিতে হবে, সে ব্যাপারে অনেকেই জানেন না! এই বয়সে চিকন স্ট্র্যাপস, ব্যাক সাইডের হুক, প্যাডেড কাপ এগুলো বেশ হ্যাসেল মনে হতে পারে। তাই বেছে নিন পিওর কটন ফেব্রিকের ফ্রন্ট বাটনযুক্ত আরামদায়ক ব্রা। আর এক্ষেত্রে Valene Front Closure full Coverage Smart Women’s Bra হতে পারে বেস্ট অপশন।

SHOP AT SHAJGOJ

     

    Valene Front Closure full Coverage Smart Women’s Bra

    চলুন একনজরে দেখে এর ফিচারগুলো-

    • ৯৫% কটন ফেব্রিক দিয়ে তৈরি, তাই এটি সুপার কমফোর্টেবল
    • চওড়া ইলাস্টিক শোল্ডার স্ট্র্যাপস আছে, যাতে রেডনেস বা র‍্যাশের কোনো চান্স নেই
    • আল্ট্রা থিন মোল্ড কাপ দেয় ফুল কভারেজ যা হেভি ব্রেস্ট এর জন্য পারফেক্ট
    • ফ্রন্ট বাটন থাকায় পরতে সুবিধা হয়
    • স্পেশালি মধ্যবয়সী ও বয়স্ক নারীদের বা যাদের ব্রেস্ট একটু হেভি তাদের জন্য একদম পারফেক্ট
    • ৩২ থেকে ৪৪ সাইজ পর্যন্ত অ্যাভেইলেবল
    • U শেইপের ব্যাক ডিজাইন ও ওয়াইড ব্যাক ব্যান্ড দেয় ফুল সাপোর্ট

    খেয়াল রাখুন কিছু বিষয়ে

    • ব্রা কখনোই ড্রাই ওয়াশ বা ব্লিচ করবেন না
    • আয়রন করাও যাবে না
    • নরমাল ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করুন
    • ব্রা ওয়াশ করার পর ভালোভাবে না শুকিয়ে সেটা পরিধান করবেন না

    পারফেক্ট ইনার ওয়্যার আপনাকে কমফোর্ট ও কনফিডেন্স দু’টোই দিতে পারে। প্রিমিয়াম কোয়ালিটির লঞ্জেরিতে ইনভেস্ট করলে সেটা বিফলে যাবে না। আউটফিট সিলেকশনের সময় আমরা যেমন সচেতন থাকি, লঞ্জেরি সিলেক্ট করার সময়েও সেভাবে সচেতন থাকতে হবে।

    সাইজ কীভাবে বুঝবো?

    সাইজ মেজারমেন্টের জন্য দেখে নিন ভিডিওটি-

     

    হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ফেব্রিকের কমফোর্টেবল ব্রা সম্পর্কে জানা হলো। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এবার অনলাইন থেকেই আপনার প্রয়োজনীয় জিনিসটি কিনে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ভরসার জায়গা হতে পারে শপ.সাজগোজ.কম। একবার ওয়েবসাইট বা অ্যাপ থেকে লঞ্জেরি ক্যাটাগরি ভিজিট করেই দেখুন, নিরাশ হবেন না আশা করি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

    SHOP AT SHAJGOJ

       

      ছবি- সাজগোজ

      4 I like it
      1 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort