অনেকেই হয়ত খেয়াল করেছেন আজকাল মেয়েদের হিজাবের নীচে বিশাল বড় একটি খোঁপা থাকে। যার কারণে মাথার মাঝামাঝি অংশটি বেশ বড়সড় দেখায়। জানিনা আপনাদের কেমন লাগে কিন্ত আমার কাছে বেশ দারুন লাগে। স্মার্ট, ট্রেণ্ডী লুক দেয়। এমন একটি নারীকে দেখে ভাবতে থাকেন, না জানি তার চুল কতো বড় বা কী দিয়েছে হিজাবের নীচে। এগুলোর অনেক ট্রিক্স আছে তাই আজ এমন একটি হিজাব ভলিউমাইজার বানানো শিখাবো যেটি সহজে হিজাবের নীচে ব্যবহার করতে পারবেন এবং আপনার যদি বহুদিনের শখ থাকে এমন একটি লুক দেয়ার তবে তাও পেয়ে যাবেন।
প্রয়োজনীয় উপকরণঃ
২টি বডি স্পঞ্জ বা লুফা। এগুলো বডি ক্লিন করার কাজে ব্যবহৃত হয়।
ইলাস্টিক
পদ্ধতিঃ
প্রথমে লুফা ২টিতে থাকা রশি কেটে ফেলুন। দেখতে পাবেন চিকন নালি টাইপের ২টি গঠন পাওয়া গিয়েছে।
এরপর একটি লুফার ভেতর বাহু সহ আপনার হাত চালিয়ে দিয়ে নালিটিকে সোজা পজিশনে আনার চেষ্টা করুন। এবার চেষ্টা করুন হাতের ভেতর ঢুকানো লুফার উপর আরেকটি লুফা ঢুকিয়ে দিতে। আরও একটু বুঝিয়ে বলি ১ম লুফাটি হাতের ভেতর চালিয়ে দেয়ার পর ২য় লুফাটিও জামার হাতা পরার ভঙ্গিতে প্রথমটির উপর পরুন। এতে করে ২টি লুফা দেখতে একটি লাগবে।
এবার লুফার সমান দৈর্ঘ্যের ইলাস্টিক ঐ এক হওয়া নালির ভেতর চালিয়ে দিন। এবার ২ প্রান্ত এক করে ইলাস্টিকে একটি গিঁট দিয়ে নিন। তৈরী হয়ে গেল হিজাব ভলিউমাইজার।
এবার নিজের চুলে একটি হাত খোঁপা করুন। দরকার হলে ফলস চুল দিয়ে হাত খোঁপা করুন। এরপর নিজের হাতে বানানো হিজাব ভলিউমাইজার খোঁপার ভেতর ঢুকিয়ে দিন। এর উপর হিজাব পরে দেখুন তো কেমন লাগছে ?!
লিখছেনঃ রোজেন
ছবিঃ লাভগডডাইভার্সিটি-হিজাবস.ব্লগস্পট.কম