অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি | ঘরেই বানান বাচ্চাদের জন্য মজার মিঠাই!

অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি

অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি - shajgoj

রাইন্ড ক্যান্ডি খেয়েছেন নিশ্চয়ই? চিনির দানা উপরে ভেসে থাকা নরম নরম ছোট বড় সাইজের ক্যান্ডির মত মিষ্টি খাওয়ার বস্তু। আজ আমরা ঘরে অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি বানানোর রেসিপি জানবো।

[picture]

Sale • Talcum Powder, Loose Powder

     

    অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি রেসিপি

    উপকরণ

    • কমলার খোসা- ৪ টি
    • চিনি- ২ কাপ
    • পানি

    প্রণালী

    ১. কমলার খোসা ধুয়ে ৪ টুকরো করে নিন।

    অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি প্রস্তুত প্রণালী - shajgoj.com

    ২. একটি পাত্রে ২ কাপ পানি ফুটিয়ে তাতে খোসা সেদ্ধ করে পানি ফেলে দিয়ে আবার ১ কাপ ফুটানো পানি দিয়ে খোসাগুলো মৃদু আঁচে সেদ্ধ করুন। নরম হলে নামিয়ে ফেলুন।

    ৩. খোসার সেদ্ধ পানিতে চিনির সিরা তৈরি করুন।

    অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি প্রস্তুত করা হচ্ছে - shajgoj.com

    ৪. কমলার খোসার ভেতরের অংশ চামচ দিয়ে হালকা চেঁছে তুলে ফেলুন। খোসাগুলো লম্বা লম্বা টুকরো করুন।

    ৫. চিনির সিরায় খোসাগুলো দিয়ে জ্বাল দিন। সিরা ঘন হয়ে এলে নাড়ুন। সিরা চটচটে হলে নামিয়ে নাড়তে থাকুন।

    ৬. চিনি জমে আসলে প্লাস্টিকের কাগজের উপর বা চালনিতে খোসাগুলো ছড়িয়ে দিন। সম্পূর্ণ ঠাণ্ডা হলে বয়ামে সংরক্ষণ করুন।

    ব্যস! মজাদার অরেঞ্জ রাইন্ড ক্যান্ডি তৈরি!

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort