রোদে পুড়ে ত্বকের বিশ্রী অবস্থা! কিছুতেই এই রোদে পোড়া দাগ থেকে রেহাই পাচ্ছেন না। ছাতা, সানস্ক্রিন ব্যবহার করার পরেও ত্বকে কালো কালো ছোপ দাগের উপদ্রব। আসলে রোদের তীব্রতা থেকে ত্বককে রক্ষা করা দুঃসাধ্য। রান্না ঘরে থাকা ৩টি উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবেন কার্যকরী এই আইস কিউবটি।
Sale • Sun Protection, Sun Care, Tan Removal
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম