আইসড ল্যাটে | সহজে তৈরি করুণ মজাদার এই রেসিপিটি

আইসড ল্যাটে রেসিপি!

আইসড ল্যাটে রেসিপি - shajgoj.com

ঝটপট প্রাণ জুড়িয়ে নেয়ার জন্য তৈরি করে নিতে পারেন আইসড ল্যাটে। হাতের কাছে কিছু উপকরণ থাকলে আর রেসিপিটি জানা থাকলে আর কি লাগে? চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই আইসড ল্যাটে রেসিপি

আইসড ল্যাটে

উপকরণ

  • কফি- ২ টেবিল চামচ
  • ক্যারামেল সস- ৪ টেবিল চামচ
  • দুধ- ১/২ কাপ
  • গরম পানি- ১/২কাপ
  • চিনি- ২ চামচ
  • হুইপড ক্রিম- প্রয়োজনমতো
  • বরফ- ১/২ কাপ

প্রণালী

১. ব্লেন্ডারে ক্রিম ছাড়া সব উপকরণ মিশিয়ে ২ মিনিট ব্লেন্ড করুন।

Sale • Hand Creams, Lotions & Creams, BB & CC cream

    ২. এবার সার্ভিং গ্লাসে প্রথমে বরফ তারপরে ব্লেন্ড করা ল্যাটে ঢেলে উপরে হুইপড ক্রিম (Whipped cream) দিয়ে ক্যারামেল সস দিয়ে পরিবেশন করুন মজাদার আইস ল্যাটে।

    বি:দ্র: আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য চিনি বাড়িয়ে নিতে পারেন। ব্যস হয়ে গেল মজাদার কিন্তু সহজ একটি রেসিপি।

     

    ছবি – সংগৃহীত: প্যান্ট্রি.কম.পিকে

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort