ঝটপট ইজি কুকিজ - Shajgoj

ঝটপট ইজি কুকিজ

17861770_1872757386330556_9047550305308586113_n

বিকালের নাস্তার জন্য প্রতিদিন কিছু না কিছু তৈরি করতেই হয়! তবে এই কুকিগুলো তৈরি করে রেখে দিতে পারবেন কয়েকদিন। রোজ রোজ আর কিছু তৈরি করার ঝামেলাই রইলো না। তহলে দেখে নিন কুকি তৈরির পুরো প্রণালী। 

উপকরণ 

Sale • Talcum Powder, Loose Powder
    • ডিম ২ টি
    • চালের গুড়া ১ ১/২ কাপ
    • ময়দা ১/২ কাপ
    • চিনি ৩/৪ কাপ
    • তেল ৩/৪ কাপ
    • লবন ১ চিমটি
    • বেকিং পাউডার ১ চিমটি (ইচ্ছিক)
    • তেল ১/২ ভাজার জন্য

    [picture]

    প্রণালী

    প্রথমে ডিম ভেঙে একটি বোলে নিয়ে নিন, এতে তেল, চিনি, লবন ও বেকিং পাউডার মিলিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন চিনি গলে যায় ।

    এই মিশ্রণে এবার অল্প অল্প করে চালের গুঁড়া ও ময়দা দিয়ে শক্ত ডো বানাতে হবে অনেকটা কুকি ডো’র মত হবে । ডিমের পরিমাণ অনুযায়ী ময়দা ও চালের গুঁড়ার পরিমাণ কম বেশি হতে পারে ।

    এবার তেল মাখানো পিঁড়িতে এই ডো দিয়ে ১ /৪ ইঞ্চি উচ্চতার রুটি বেলে নিন, বিভিন্ন রকম কুকি কাটার দিয়ে পিঠা কেটে নিন ।

    পিঠা ডুবো তেলে সোনালী করে ভেজে নিন ।

    এই পিঠা এয়ার টাইট বয়ামে ভরে রাখলে ১০-১৫ দিন ভালো থাকবে ।

    ছবি ও রেসিপি – ফাতেমা রহমান

    1 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort