বাঁধাকপির পাকোড়া - Shajgoj

বাঁধাকপির পাকোড়া

badhakopi-pakora

ইফতারে চাই ঝটপট মজাদার কিছু! তাহলে আর দেরি কেন তৈরি করে ফেলুন নর নাগেটস মিক্স দিয়ে বাঁধাকপির পাকোড়া ফ্রাই ।

উপকরণ

Sale • Combo, Talcum Powder, Cleansing oil/cleanser

    (১) নর নাগেটস মিক্স – ৮ গ্রাম

    (২) বাঁধাকপি – ১০০ গ্রাম

    (৩) পানি – ২৪০ মিলি

    (৪) ময়দা – ৬০ গ্রাম

    (৫) তেল – ৫০০ মিলি

    প্রণালী


    – প্রথমে বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে কুঁচি কুঁচি করে কেটে নিন।

    – একটি পাত্রে বাঁধাকপি নিয়ে তাতে নর নাগেটস মিক্স (৮ গ্রাম) ঢেলে ভালো করে মাখিয়ে নিন ।

    – এরপর সস প্যানে ৫০০ মিলি তেল ঢেলে গরম করুন।

    – মেরিনেড করা বাঁধাকপি গরম তেলে ছেড়ে দিন।

    – সোনালি রংয়ের হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ক্যাবেজ পাকোড়া ফ্রাই।

    হাতের কাছের জেনারেল শপ থেকে শুরু করে সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই  স্যুপ , নাগেটস , নুডলস এর দারুণ সব নর মিক্সের সম্ভার। এছাড়া অনলাইনে কিনতে চাইলে এখানে ক্লিক করে পছন্দের নর মিক্স হাতের কাছেই রাখুন।

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort