আজ আমরা শিখব পেপার হার্ট দিয়ে মালা তৈরি করা। ভালোবাসা দিবসে ডেকোরেশনের কাজে লাগাতে পারেন এটিকে।
যা লাগবেঃ
Sale • Pigmentation, Color Protection, Hairfall & Thinning
১। কাগজ
২। কাঁচি
৩। আইকা
৪। কলম
একটি A4 সাইজের রঙ্গিন কাগজকে চিত্রের ন্যায় লম্বালম্বি তিন ভাঁজ করে কেটে নিন এবার প্রতি খন্ডকে আবার ও ৪ ভাঁজ দিন।
কলম দিয়ে এরুপ এঁকে মাঝখানের অংশটি সামান্য কেটে দিন। কাটা অংশ ভাঁজ দিন।
৪টি যুক্ত হার্ট পাবেন, মালা দীর্ঘ করার জন্য ছোট্ট আলাদা কাগজে আইকা লাগিয়ে আরও হার্ট জোড়া দিন।
ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ ভ্যালেন্টাইন গারলেন্ড।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবিঃ ক্রোকোটেক.কম