ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই!

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

Reya-2

আচ্ছা কেমন হয়, যদি একটি ফেইস ওয়াশই আপনার স্কিনকে ডিপ ক্লিন করার পাশাপাশি ফেইসে গ্লোয়িং লুক এনে দিতে পারে? স্কিন কেয়ারের ব্যাপারে আমরা অনেকেই খুব বেশি সচেতন। বেসিক স্কিন কেয়ারের রুটিন সম্পর্কে জানলেও স্কিনের প্রবলেম অনুযায়ী কোন প্রোডাক্টটি ব্যবহার করবো সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের স্কিনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হলো, স্কিনকে প্রোপারলি ক্লিন করার পাশাপাশি এর লাবণ্য ধরে রাখা। স্কিন ক্লিন করার কথা বলতে নিলে প্রথমেই আমাদের ফেইস ওয়াশের কথা মাথায় আসে। আজকে আমি কথা বলবো, রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে। এতে রয়েছে রাইস ওয়াটার ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট এর গুণাগুণ, যা ত্বকের যত্নে আপনাকে পুরোপুরি সাহায্য করবে। এবার ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক পাওয়া যাবে একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই, আর ত্বক পরিষ্কার করার পাশাপাশি স্কিন হয়ে উঠবে গ্লোয়ি।

রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে কিছু কথা

এর প্যাকেজিং কেমন?

অনেকটা ছাই ও আকাশী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যাবে এই ফেসিয়াল ওয়াশটি। ১০০ এম.এল এর একটি টিউবে থাকে। এর প্যাকেজিং খুবই সুন্দর ও সিম্পল। প্যাকেটের গায়ে ইনগ্রেডিয়েন্ট লিস্ট এবং ব্যবহার করার নিয়মও সুন্দরভাবে দেয়া আছে।

কোন ধরনের স্কিন টাইপের জন্য?

অল টাইপ স্কিনকে টার্গেট করে এই ফেসিয়াল ওয়াশটি তৈরি করা হয়েছে। তাই স্কিন টাইপ নিয়ে আলাদা করে ভাবতে হয় না। স্কিন যেমনই হোক না কেন, ডিপ ক্লিন করতে এই ফেসিয়াল ওয়াশটি বেশ কার্যকর।

কী কী ইনগ্রেডিয়েন্টস আছে? 

রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ এর মেইন দুটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে-

(১) রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট

(২) ট্যাঞ্জেরিন

আমাদের ত্বকের যত্নে এই দুটি ইনগ্রেডিয়েন্টস খুব বেশি কার্যকরী। কীভাবে? চলুন প্রথমেই জেনে নেই, রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও ট্যাঞ্জেরিন এর কিছু বেনিফিটস নিয়ে।

রাইস ওয়াটার এক্সট্র্যাক্টের বেনিফিটস 

  • স্কিন ডিপলি ক্লিন করে ফ্রেশ ফিল দেয়
  • ত্বকের ব্রাইটনেস বাড়ায়
  • স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়ায়
  • অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে কাজ করে
  • ত্বককে কোমল করে এবং রিংকেলস প্রিভেন্ট করে
  • স্কিনে সুদিং ইফেক্ট দেয়

ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্টের বেনিফিটস 

  • আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করে
  • ত্বকের কালো দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করে
  • পোর রিফাইন করে
  • স্কিন ময়েশ্চারাইজড রাখে
SHOP AT SHAJGOJ

    ফেসিয়াল ওয়াশটি স্কিনে কী কী বেনেফিট দেয়?

    (১) স্কিনের গ্লো ফিরিয়ে আনে এবং স্কিন করে তোলে হেলদি।

    (২) এটির ব্যবহার ত্বক থেকে পল্যুশন, মেকআপ, ডার্ট দূর করে।

    (৩) যাদের ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা দেখা দিচ্ছে তাদের জন্য এটি বেশ হেল্পফুল। কারণ এজিং প্রিভেন্ট করতে এর জুড়ি নেই।

    (৪) ত্বকের নানা রকম দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।

    কখন ও কীভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো? 

    ১) রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশটি থেকে ভালো রেজাল্ট পেতে প্রতিদিন অন্তত দুইবার ত্বকে ব্যবহার করতে হবে, বিশেষ করে বাইরে থেকে বাসায় ফিরে ত্বক পরিষ্কার করতে এটি সবচেয়ে বেশি ইউজফুল।

    ২) মেকআপ তোলার ক্ষেত্রে অয়েল ক্লেনজার ব্যবহার এর পর রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশটি দিয়ে ফেইস ভালো ভাবে ক্লিন করে নিতে হবে। অর্থাৎ এই ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিংও করা যাবে।

    ডাবল ক্লেনজিং কী? 

    ডাবল ক্লেনজিং হলো স্কিন প্রোপারলি ক্লিন করার একটি মেথড। এই মেথডে অয়েল বেইজড ও ফোম বেইজড ক্লেনজার দিয়ে ফেইসটাকে প্রোপারলি ক্লিন করা হয়। এটা আমাদের স্কিন থেকে মেকআপ, ধুলা-ময়লা, এক্সেস অয়েল ক্লিন করতে সাহায্য করে। ডাবল ক্লেনজিংয়ে দুই ধাপে ত্বক পরিষ্কার করা হয়।

    রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিং করার স্টেপস  

    (১) শুরুতেই ফেইসে হালকা একটু পানির ঝাপটা দিয়ে নিন। নরম কাপড় দিয়ে ফেইসটা একটু মুছে নিন।

    (২) এখন পরিমিত পরিমাণে অয়েল ক্লেনজার, লোশন বা মাইসেলার ওয়াটার নিয়ে নিন।

    (৩) ৩ থেকে ৫ মিনিট ভালো করে মুখে ম্যাসাজ করুন। তবে বেশি জোরে ঘষা যাবে না।

    (৪) ম্যাসাজ করার পর মুখ, গলা ও ঘাড়ের ক্লেনজিং অয়েল বা লোশন একটি ওয়াইপস বা কটন প্যাডের সাহায্যে তুলে ফেলুন।

    (৫) এখন রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন।

    ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক পেতে রাজকন্যা ফেইস ওয়াশ

    ব্যস! রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ দিয়ে ডাবল ক্লেনজিং হয়ে গেল! ক্লেনজিং শেষে অবশ্যই ফেইসে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। আজ তাহলে এতটুকুই, আবার কথা হবে নতুন কোনো প্রোডাক্ট এর রিভিউ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং নিয়মিত স্কিন কেয়ার করতে ভুলবেন না!

    SHOP AT SHAJGOJ

      স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে কিনতে পারেন। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

      ছবিঃ সাজগোজ

      170 I like it
      24 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort